মাইক্রোস্কোপের উন্নয়ন ঘটিয়ে নোবেল

মাথাভাঙ্গা মনিটর: যে যন্ত্রটি ছাড়া বৈজ্ঞানিক গবেষণার কথা ভাবাই যায় না, সেই অনুবীক্ষণ যন্ত্রের উন্নয়ন ঘটানোর স্বীকৃতি হিসাবে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ী এই তিন গবেষকের নাম ঘোষণা করে বলে বিবিসির এক প্রতিবেদনে জাননো হয়। এ তিন গবেষক হলেন- যুক্তরাষ্ট্রের এরিক বেৎজিগ, জার্মানির স্টেফান হেল ও যুক্তরাষ্ট্রের উইলিয়াম মোয়েনার। তারা সুপার রিসলভড ফ্লুরেসেন্স মাইক্রোস্কোপির উন্নয়ন ঘটান। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে এবং মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ দুটি বিভাগেও যৌথভাবে তিনজন করে পুরস্কারটি জিতেছেন। বিজ্ঞানী এরিক বেতজিগ যুক্তরাষ্ট্রের অ্যাশবার্নের হাওয়ার্ড হাজেস মেডিকেল ইনস্টিটিউটের জেনেইলা ফার্ম রিসার্চ ক্যাম্পাসে কাজ করছেন।