সুন্দরবনে ফের বন্দুকযুদ্ধ : দুজন নিহত

স্টাফ রিপোর্টার: পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত হওয়ার তিন দিনের মাথায় সুন্দরবনে ফের ৱ্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাজু (২৫) ও জাকির (৩০)। তারা বনদস্যু দলের সদস্য বলে ৱ্যাব কর্মকর্তাদের দাবি। গতকাল বুধবার সকালে সুন্দরবনের পূর্ব বিভাগের মৃগমারী খাল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয় বলে ৱ্যাব-৮’র উপঅধিনায়ক মেজর আদনান কবির জানান। তিনি বলেন, বনদস্যু আউয়াল বাহিনীর ১৫ থেকে ২০ সদস্য সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগমারী খাল এলাকায় অবস্থান নিয়েছে বলে খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে সেখানে অভিযানে যায় ৱ্যাব। উপস্থিতি টের পেয়ে ৱ্যাব সদস্যদের দিকে বনদস্যুরা গুলি চালালে আত্মরক্ষার্থে ৱ্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর সোয়া ৯টার দিকে পিছু হটে দস্যুরা। তখন সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুজনের মৃতদেহ পাওয়া যায়। ওই এলাকায় নদীতে মাছ শিকারি জেলেরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের আউয়াল বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করে বলে জানান তিনি।