জীবননগর ব্যুরো: গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলাবাসী গরমে অতিষ্ঠ হয়ে পড়ে। প্রচণ্ড গরমের মধ্যে উপজেলার হাবিবপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম (৪৮) হিটস্ট্রোকে আক্রান্ত মারা যান। গতকাল দুপুরে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাথে সাথে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এছাড়াও গতকাল উপজেলার বিশিষ্ট কাঠ ও ফার্নিচারব্যবসায়ী বাবলুর রহমান (৪৫) হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।