স্টাফ রিপোর্টার: দক্ষিণ কোরিয়ার ইনচনে চলছে ১৭ তম এশিয়ান গেমস। এশিয়ার অলিম্পিক খ্যাত এ গেমসে কারাতে ইভেন্টের খেলা পরিচালনা করতে রেফারি হিসেবে আজ রোববার দক্ষিণ কোরিয়া রওনা হচ্ছেন বাংলাদেশের একমাত্র আর্ন্তজাতিক কারাতে রেফারি মো. হুমায়ন কবির জুয়েল। কারাতে ইভেন্টের খেলা পরিচালনার জন্য রেফারি হুমায়ন কবির জুয়েলকে মনোনীত করে ১৭তম এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি। তার যাবতীয় খরচ বহন করছে এশিয়ান গেমস কর্তৃপক্ষ। এবারের এশিয়ান গেমসে কারাতে ইভেন্টের খেলা পরিচালনার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা মোট ৩৫ জন অভিজ্ঞ রেফারির মধ্যে বাংলাদেশের হুমায়ন কবির জুয়েল একজন। উল্লেখ্য তিনি ২০১০ সালে চীনের গুয়ানজুতে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান গেমসেও কারাতে রেফারি হিসেবে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। এছাড়া হুমায়ন কবির জুয়েল বর্তমানে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
এশিয়ান গেমসে বাংলাদেশের রেফারি
