আলমডাঙ্গার গাংনীতে দেশীয় অস্ত্রশস্ত্র তিন যুবক পাকড়াও : পুলিশে সোপর্দ

 

স্টাফ রিপোটার: আলমডাঙ্গার গাংনী গ্রামে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পাকড়াও হয়েছে আলুকদিয়ার দৌলতদিয়াড়ের যুবক ফিরোজ, চুয়াডাঙ্গা বাগানপাড়ার সুমন হোসেন ও জব্বার আলী। এলাকাবাসী তাদেরকে চাপাতি, চাইনিজ কুড়ালসহ আটক করে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে পুলিশ অস্ত্রশস্ত্রের কথা অস্বীকার করেছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েক বছর আগে ইন্টারস্কুল ফুটবল প্রতিযোগিতা খেলা চলাকালিন আইন্দিপুর গ্রামের তাহেরের ছেলে কলম ও আজিত হোসেনের ছেলে আইন উদ্দিনের সাথে গাংনী গ্রামের বকুল মেম্বারের ছেলে বাবুর হাতাহাতি হয়। বিভিন্ন হুমকিধামকি দিয়েও কাবু করতে না পেরে গত শুক্রবার বিকেলে ভাড়াটে হিসেবে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের ফিরোজ, চুয়াডাঙ্গা বাগানপাড়ার সুমন হোসেন ও জব্বার আলী গাংনী পশ্চিমপাড়ার বকুল মেম্বারের ছেলে বাবুকে তাড়িয়ে ধরতে যায়। এ সময় বাবুর চিৎকারে গ্রামবাসী একত্রিত হয়ে তাদেরকে পাকড়াও করে উত্তমমধ্যম দেয়। পরে তাদেরকে যুবলীগ নেতা আবু তাহেরের অফিসে বেঁধে রাখা হয়। সন্ধ্যায় আসমানখালী পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে আসমানখালী পুলিশ ফাঁড়ির এসআই আবুল কালাম বলেন আটককৃতরা বাবুর ওপর হামলার উদ্দেশে এসেছিলো। পরে আটককৃতদেরকে আলমডাঙ্গায় থানায় হস্তান্তর করা হয়।