দামুড়হুদায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড়ভাই : ভাবীসহ ভাতিজা রক্তাক্ত জখম

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ছোট ভাই বছিরের হাতে থাকা শাবলের আঘাতে বড় ভাই তছলিম উদ্দিন (৪৫), ভাবী লাখি খাতুন (৩৩) ও ভাতিজা খাইরুল (১৮) রক্তাক্ত জখম হয়েছে। আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ভাবী বাদী হয়ে বছিরকে আসামি করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ছোটদুধপাতিলা গ্রামে শরিকানা জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলার এজেহার সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার ছোটদুধপাতিলা গ্রামের মৃত ছইরদ্দিনের বড় ছেলে তছলিম দুপুরে নিজ বাড়ির বারান্দায় বসে ভাত খাচ্ছিলো। এ সময় ছোট ভাই বছির একটি সাবল হাতে বড় ভাইয়ের বাড়িতে ঢুকে এবং বাঁশ কাটা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে বছির ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে শাবল দিয়ে এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। এ সময় তছলিমের স্ত্রী লাখি ও ছেলে খাইরুল পিতাকে ঠেকাতে এলে তাদেরকেও শাবল দিয়ে মেরে রক্তাক্ত জখম করা হয়। শাবলের আঘাতে খাইরুলের দুটি দাত ভেঙে যায়। প্রতিবেশীরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।