রাষ্ট্রের টাকা অপচয় করছে সরকার : মির্জা ফখরুল

 

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার রাষ্ট্রীয় কোষাগারের টাকা অপচয় করছে। এটা ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের নিদর্শন। ১৮০ জন সদস্যের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ সফরের কোনো যৌক্তিকতা নেই। বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।