চুয়াডাঙ্গা পৌর ১ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার বিকেলে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে গোলজার হোসেন পিন্টুকে সভাপতি ও জীবন হোসেনকে সাধারণ সম্পাদক, আবুল কালামকে যুগ্ম সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলা হয়েছে, হাটকালুগঞ্জ কেরুজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শামীম আহম্মেদ সুমন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উদ্বোধন করেন জেলা যুবলীগ আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমাদুজ্জামান কবির। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের। কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম মোস্তফা লালা। বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম আসমান, আব্দুর রশিদ, রমজান আলী চান্দু, তারেক, হাপু, গালিব, শান্তি, ফয়সাল, আবুল কালাম আজাদ প্রমুখ।