মেহেরপুর জেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে এগারটার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার সামসুল হক রেজা।

জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুল আলম শান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ। পরে মাহাবুবুল আলম শান্তিকে সভাপতি ও ওয়াসিম সাজ্জাদ লিখনকে সাধারণ সম্পাদক করে জেলা কৃষকলীগের কমিটি গঠন করা হয়