বেগমপুরের ডিহি গ্রামে ধর্মবোনের সাথে অকর্ম করতে এসে ঘোলদাড়ির রুস্তম গ্যাঁড়াকলে

 

স্টাফ রিপোর্টার: ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের রুস্তম আলী চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ডিহি গ্রামে ধর্মবোনের সাথে অকর্ম করতে এসে গ্যাঁড়াকলে পড়েছে। বেরশিক জনগণ ধরে উত্তমমাধ্যম দিয়ে করেছে বিদায়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহি তেঁতুলতলাপাড়ার আমিরুলের স্ত্রী দু সন্তানের জননী আলেয়ার সাথে ধর্ম ভাই পাতায় আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে রুস্তম আলী। ধর্মবোন সুবাদে রুস্তম আলী প্রায় আমিরুলের বাড়ি আসা-যাওয়া করে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আমিরুল বাড়িতে না থাকার সুযোগে রুস্তম বাড়িতে আসে এবং অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় বেরশিক জনগণ তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে উত্তমমাধ্যম দেয়। ধর্মভাইয়ের এ ধরনের অধর্মের কার্যকলাপে নিয়ে এলাকায় বইছে মুখোরোচক আলোচনা-সমালোচনা।