জীবননগর ব্যুরো: স্কুল ছুটি শেষে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী উর্মিকে বাড়িতে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এ নির্যাতনের এ ঘটনা ঘটে।
জীবননগর দৌলতগঞ্জপাড়ার উজ্জ্বল হোসেন অভিযোগ করে বলেন, কাজিপাড়ার শরীফের সাথে তার আত্মীয় নাসিমের বিরোধ রয়েছে। তার মেয়ে উর্মি জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সে স্কুল ছুটি শেষে প্রতিদিন শহরের আঁশতলাপাড়ায় প্রাইভেট পড়ে। প্রতিদিনের মতো গতকাল বিকেলে প্রাইভেট পড়ে সে বাড়ি ফিরছিলো। এ সময় বিরোধের জের ধরে শরীফের স্ত্রীসহ বাড়ির অন্যান্যরা তাকে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করে। নির্যাতিতা স্কুলছাত্রীর কান্নার আওয়াজ পেয়ে লোকজন ছুটে এলে তাকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ। উজ্জ্বল অভিযোগ করে বলেন, নাসিমের সাথে তাদের বিরোধ থাকলেও শরীফের বাড়ির লোকজন তার মেয়েকে ধরে কেন নির্যাতন করলো এর বিচার হওয়া দরকার।