জুড়ানপুর-হোগলডাঙ্গা সড়কটির বেহাল অবস্থা : ঘটছে দুর্ঘটনা

 

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর-হোগলডাঙ্গা সড়কটির বেহাল অবস্থা। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জুড়ানপুর হঠাতপাড়া থেকে হোগলডাঙ্গা খাঁপাড়া পর্যন্ত রাস্তাটির নির্মাণ সামগ্রী উঠে জায়গায় জায়গায় গর্তে পরিণত হয়েছে। এ গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে দাবি জানিয়েছে এলাকাবাসী। এছাড়া এ রাস্তা দিয়ে ২০/২৫ গ্রামের মানুষ এ সড়ক দিয়ে শহর কেন্দ্রিক যাতায়াত করে। সড়কের বেহাল অবস্থার কারণে কয়েক দিন পর পর সড়কটিতে ঘটছে ছোট খাটো সড়ক দুর্ঘটনা।

জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে পাটবোঝাই অবৈধযান আলমসাধুকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গর্তে পড়ে মোটরসাইকেলের পেছন থেকে আছড়ে পড়ে জামেলা বেগম নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। সে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমাতপুর গ্রামের মৃত আবজালের স্ত্রী। তাছাড়াও রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়া এমন বেহাল অবস্থায় পরিণত হয়েছে।