নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার নাটুদা সদর পুকুরমাঠে ফুটবল টুর্নামেন্টের নাটুদা একাদশ ও ছুটিপুর একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাটুদা একাদশ ০-১ গোলে ছুটিপুর একাদশ জয়লাভ করে। রেফারি দায়িত্বে ছিলেন হামিদুর রহমান, জয়েল আলী ও সাহিদ হোসেন।