রয়েল এক্সপ্রেস ফুটবলে দামুড়হুদা ফাইনালে : দর্শকদের ক্ষোভ

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদার কলাবাড়ি-রামনগর ফুটবল টুর্নামেন্টে দুবাই স্টারকে টাইব্রেকারে হারিয়ে দামুড়হুদা একাদশ ফাইনাল নিশ্চিত করে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় কলাবাড়ি-রামনগর স্কুলমাঠে সেমিফাইনাল খেলায় দুবাই স্টার ও দামুড়হুদা একাদশ মুখোমুখি হয়। খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে পরে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে দুবাই স্টারকে পরাজিত করে। গতকাল কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল দুটি শক্তিশালী দল দামুড়হুদা একাদশ ও দুবাই স্টার মুখোমখি হয়। খেলার প্রথমার্ধে দুবাই স্টার পর পর ২ গোল করে এগিয়ে যায়। পরে দামুড়হুদা একাদশ গোল পরিশোধ করে খেলায় সমতা আনে।

এদিকে কলাবাড়ি-রামনগর স্কুলমাঠে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। খেলা দেখতে আসা দূর-দূরান্তের দর্শকরা অভিযোগ করেছেন, জনপ্রতি ১০ টাকা হারে টিকেটের দাম নেয়া হলেও সুষ্ঠুভাবে মাঠে বসে খেলা দেখার কোনো ব্যবস্থা করা হয়নি। কেউ কেউ বলতে থাকেন রয়েল এক্সপ্রেস ফুটবল কমিটির সদস্যরা লাখ লাখ টাকা কামানোর পরেও দর্শকদের জন্য কিছুই করছে না। যা খুবই দুঃখজনক। দর্শকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদকর্মীরা কমিটির সদস্যদের সাথে কথা বলতে গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে জানান সাংবাদিকরা। অনেক দর্শক অভিযোগ করেন খেলার মাঠে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাঁশের মাচা তৈরি করে কমিটির কিছু অসাধু ব্যক্তি জনপ্রতি ১০ টাকা হারে নিয়ে মাচায় বসে খেলা দেখার সুযোগ দিচ্ছেন। গতকাল দর্শকদের ভারে ওই মাচা ভেঙে কয়েকজন দর্শক মারাত্মক আহন হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।