মাথাভাঙ্গা মনিটর: মধ্যপ্রাচ্যে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গি গোষ্ঠীইসলামিক স্টেটের (আইএস) চার সদস্যকে কোলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলেপশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে।ভারতীয় পুলিশ কর্মকর্তারাবলছেন, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হায়দ্রাবাদের ওই চার তরুণ আইএসের সংগঠকদের সঙ্গেদেখা করতে বাংলাদেশের পথে ছিলেন।ভারতের কেন্দ্রীয় গোয়েন্দাসংস্থার সহায়তা নিয়ে পশ্চিমবঙ্গের একটি স্পেশাল টাস্ক ফোর্স গত শুক্রবার সন্ধ্যায় কোলকাতাথেকে তাদের গ্রেফতার করে।নাম প্রকাশে অনিচ্ছুক স্পেশালটাস্ক ফোর্সের এক কর্মকর্তা বলেন, তাদের স্বীকারোক্তিঅনুযায়ী, বাংলাদেশে আইএসের কিছু সংগঠক কাজ করছে। তাদের সঙ্গে এই তরুণদের যোগাযোগ ছিলোএবং বাংলাদেশে তাদের সাথে মিলিত হওয়ার সময় ও স্থান ঠিক হয়েছিলো।গ্রেফতারদের কাছ থেকেযে সব তথ্য পাওয়া যাবে সেগুলো বাংলাদেশের নিরাপত্তা সংস্থাকে জানানো হবে জানিয়ে তিনিবলেন, বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনাকারী আইএসের সংগঠকদের যাতে চিহ্নিত ও দমন করা যায়সেজন্য তা করা হবে।