স্টাফ রিপোর্টার: চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ওয়ার্ল্ড হকি লিগেরপ্রথম পর্বে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। আজ শুক্রবার প্রথম ম্যাচেচয়ন-খোরশেদদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। সম্প্রচারকরবে এটিএন বাংলা।এ ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতিও ঠিকঠাক সেরে নিতে চায় বাংলাদেশ। ১৯সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ান গেমসের ১৭তম আসর।ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্ব আর এশিয়ান গেমস-দুটি আসরের লক্ষ্যই গতকাল বৃহস্পতিবারসংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুর রহমান চয়ন।