মাথাভাঙ্গা মনিটর: ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমঅফ্রিকায় এখন পর্যন্ত ১ হাজার ৯০০ মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়াও সাড়েতিন হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছে সিয়েরালিয়ন, লাইবেরিয়া ওগায়েনায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বিবিসি একথা জানায়। ৩ সেপ্টেম্বর পর্যন্ত ইবোলা ভাইরাসে আক্রান্ত মানুষের ৪০ শতাংশ মারাগেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি হুঁশিয়ার করে দিয়েবলেছে, যদি দ্রুত পদক্ষেপ নেয়া না হয় তবে আরও বেশি মানুষ আক্রান্তহওয়ার আশঙ্কা আছে। আর এই ভাইরাস প্রতিরোধে প্রয়োজন প্রায় ৬০০ মিলিয়নডলার।গতকাল বৃহস্পতিবার গায়েনাতে ইবোলা ভাইরাসে আক্রান্ত মানুষকে দ্রুতচিকিত্সা এবং তাদের দ্রুত নিরাময়ের উপায় বের করার উদ্দেশ্যে জরুরি সভায়বসেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশেষজ্ঞ এবং আক্রান্ত দেশগুলোরপ্রতিনিধিরা।