আল কায়েদার হুমকি : ভারতে সতর্কতা

মাথাভাঙ্গা মনিটর: আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি ভারতীয় শাখাখোলা ঘোষণা দেয়ার পর ভারত কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করেছে। ঊর্ধ্বতন একসরকারি কর্মকর্তা একথা বলেছেন।অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাওয়াহিরিভারতীয় উপমহাদেশজুড়ে ইসলামিক শাসন চালু করা এবং জিহাদের পতাকা সমুন্নত রাখারঅঙ্গীকার করেন। সরকার একে সত্যিকারের হুমকি বলেই মনে করছে এবং স্থানীয় সরকারগুলোকেসতর্ক করেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিঙের সাথে আল কায়েদারভিডিওটি নিয়ে আলোচনার সময় একটি নিরাপত্তা ব্রিফিংয়ে একথা বলেন এক কর্মকর্তা। বিষয়টিখুবই গুরুত্বের সাথে নেয়া হয়েছে এবং সতর্ক সঙ্কেতও দেয়া হয়েছে বলে জানানতিনি।ভারতের অভ্যন্তরে জঙ্গি তৎপরতা এবং পাকিস্তানের মাটি থেকে ভারতেসন্ত্রাসী তৎপরতার কারণে দেশটির নিরাপত্তা বাহিনী সাধারণত সতর্ক অবস্থাতেই থাকে। এরমধ্যে আল-কায়েদার হুমকি মোকাবেলায় বাড়তি কি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে তাতাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।এখন পর্যন্ত ভারতে আল কায়েদার উপস্থিতিরকোনো প্রমাণ পাওয়া যায়নি।গত বুধবার প্রকাশিত ৫৫ মিনিটের ভিডিও বার্তায়উপমহাদেশে আল-কায়েদার শাখা গঠনকে বাংলাদেশ, মিয়ানমার, আসাম, গুজরাট, আহমদাবাদ ওকাশ্মিরের মুসলমানদের জন্য আনন্দের খবরবলে অভিহিত করেনজাওয়াহিরি।