চুয়াডঙ্গা গিরীশনগর বাজারে পাওনা টাকাদাবি করে সোনার দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গিরীশনগর বাজারে পাওনা টাকাদাবি করেসোনার দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে যুবক রফিকুলের বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানাগেছে, গতকাল বুধবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরীশনগর বাজারপাড়ার মজিদের ছেলে রফিকুল ইসলাম পাওনা ৫ হাজার টাকা দাবি করে বাজারের বৈশাখি জুয়েলারির দোকানদার বিকাশচন্দ্র সাহার কাছে। এসময় বিকাশচন্দ্র কিসের টাকা জানতে চাইলে রফিকুল ক্ষিপ্ত হয়ে ওঠে। তর্কবিতর্কের এক পর্যায়ে রফিকুল সোনার দোকানের শোকেচ ভাঙচুর করে এবং দোকানদার বিকাশকে বাটাম দিয়ে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। রফিকুলের এহেন কর্মকাণ্ডে বাজারের দোকানদাররা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। এ ঘটনায় বিকাশ বাদী হয়ে গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a comment