হজে যাওয়া এক বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হজ করতে গিয়ে মাসুদাখাতুন (৮২) নামের এক বাংলাদেশি নারী মারা গেছেন। তাঁর বাড়িচাঁপাইনবাবগঞ্জে। তাঁর পাসপোর্ট নম্বর বিএ০৭৫৪৯৮১।ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতেবলা হয়, ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ৬৭৫ জন হজযাত্রী সৌদি আরবেপৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৪১০ জন এবং বেসরকারিব্যবস্থাপনায় ১২ হাজার ২৬২ জন গিয়েছেন।

আগামী ৪ অক্টোবর হজ হওয়ার সম্ভাবনা রয়েছে।এবছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জনের হজ করার কথা রয়েছে। গত ২৭ আগস্ট হজ ফ্লাইট শুরু হয়েছে। সর্বশেষ হজ ফ্লাইটটি যাবে ৩০ সেপ্টেম্বর। ৮ অক্টোবরথেকে হাজিরা ফিরবেন। সর্বশেষ ফেরত ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।