খবর: (রঙ্গলীলা কতে গিয়ে চুয়াডাঙ্গার মর্তুজাপুরের আমানকে গণধোলাই)
রঙ্গলীলার সাধ মিটেছে বুঝি
খাবে কি আর ভালোবাসার সুজি
আর খেয়ো না পরের ছালুন চেখে
যায় না গোপন জিনিস ঢেকে।
এবার দিয়ে ক’বার ধরা খেলে
ভয়েই কেন জোয়াল দিলে ঢেলে
লাচি পড়া লাগলো কেমন বলো
লোকের চিজে বেশতো বাপু গলো।
পরের ঝোলে লোভ কোরো না ওগো
মুখের ওপর লাগবে খারাপ লোগো
আরো ধোলাই জুটবে ঠিকই তাতে
বিড়াল তুমি বেজার গরম ভাতে!
-আহাদ আলী মোল্লা