ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহযোগিতার আশ্বাস
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদার উজিরপুর গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি সদস্যসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার উপজেলার উজিরপুর গ্রামের অসংখ্য ঘরবাড়ি গত রোববার রাতে টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গ্রামবাসীর। এসময় প্রায় শতাধিক ঘরবাড়ি বিধস্ত, গাছপালা ও বিদ্যুতের পোল উপড়ে যায় এবং বিদ্যুত সরবরাহ ২০ ঘণ্টা বন্ধ থাকে। অসহায় গ্রামবাসীরা খোলা আকাশের নিচে বসবাস করতে থাকে। খবর পেয়ে প্রশাসনের নির্দেশে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করা হয়েছে।
এদিকেচুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ স্বচক্ষে দেখতে উজিরপুর গ্রামে যান এবং ক্ষতিগ্রস্ত বেশকিছু ঘরবাড়ি ঘুরে দেখেন। এসময় তাদেরকে জেলা পরিষদের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেনসাইদুর রহমান মিন্টু, মইনুল হক, আয়ুব আলী, মিস্টার, আকু, আব্দুল জব্বার, সাইফুল ইসলাম ওদামুড়হুদা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল খালেক।এব্যাপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান জানান, উজিপুরের ক্ষতিগ্রস্ত ৫০ জনের নামের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।