ম্যাক্সওয়েল ঝড়ে অস্ট্রেলিয়ার বিশাল জয়

মাথাভাঙ্গা মনিটর: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে গ্লেনম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানহারিয়েছে অস্ট্রেলিয়া। ১৯৮ রানে জিতেছে তারা।অস্ট্রেলিয়ার ৬ উইকেটে করা ৩৫০ রানের জবাবে ১০.৩ ওভার বাকি থাকতে ১৫২রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার এটাইসর্বোচ্চ রানের ইনিংস।৪৬ বলে খেলা ৯৩ রানের ঝড়ো ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা মারেন ম্যাক্সওয়েল।তবে ম্যাচ সেরা হন ব্যাট হাতে সফল হওয়ার পাশাপাশি বল হাতেও সফল মিচেল মার্শ। ৮৯ রান করার পর একটি উইকেটও নেন তিনি। গত সোমবারহারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বড়ইনিংসের আভাস দেয় অস্ট্রেলিয়ার দু উদ্বোধনী ব্যাটসম্যান। ৯৮ রানে প্রথমউইকেট হারায় তারা। ৪৬ রান করে এল্টন চিগুম্বুরার বলে বোল্ড হন ব্র্যাডহ্যাডিন।হ্যাডিন না পারলেও অ্যারন ফিঞ্চ অর্ধশতক করেই মাঠ ছাড়েন,৭৯বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৭ রান করেন ফিঞ্চ। এরপর অধিনায়ক জর্জ বেইলিদ্রুত বিদায় নিলে বড় ইনিংস সম্ভাবনা কিছুটা হোঁচট খায়।তবে চতুর্থউইকেটে ৫৪ বলে ১০৯ রানের বিধ্বংসী জুটি গড়ে বড় ইনিংসের ভিত গড়ে দেন মার্শ ওম্যাক্সওয়েল। ৮৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৮৯ রানের ইনিংসটি গড়েন মার্শ।বিশাললক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর আর কখনই লড়াইয়ের সম্ভাবনা জাগাতে পারেনি তারা।জিম্বাবুয়ের পক্ষে ব্যাট হাতে একমাত্র সফল হ্যামিল্টন মাসাকাদজা৭০ রান করেন তিনি।অস্ট্রেলিয়ার স্পিনার স্টিভেন স্মিথ ১৬ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেধে ফেলতে বড় অবদান রাখেন।ম্যাচ সেরা:মিচেল মার্শ।

Leave a comment