স্টাফ রিপোর্টার: রাকু নিজের অপকর্ম আড়াল করতেই আমার ওপর বানোয়াট দোষ চাপিয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল এক প্রতিবাদ বিবৃতিতে এ দাবি করে বলেছেন, আমি জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে রাজনীতি করে আসছি। যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন তিনি কে? চুয়াডাঙ্গার চিহ্নিত চাঁদাবাজ ও মাদককারবারী।
প্রতিবাদ বিবৃতিতে ছাত্রলীগ নেতা হিমেল বলেছেন, চুয়াডাঙ্গা ফেরিঘাট সড়কসহ আশপাশের ব্যবসায়ীরা ওই রাকুর অত্যাচারে অতিষ্ঠ। ফেনসিডিল ব্যবসায়ী হান্নানের সাথে তার ব্যবসায়ী আলোচনা শুনে ফেলায় আমার বন্ধু জহুরুলকে মারধর করেছে। এ বিষয়ে জানতে গেলে নেশাগ্রস্ত অবস্থায় আমাকে আঘাত করে। রাকুর চরিত্র সম্পর্কে এলাকার মানুষ জানে। আমি ছাত্র রাজনীতি কতোটা স্বচ্ছতার সাথে করে আসছি তাও জেলাবাসীর অজানা নয়। মাদকব্যবসায়ী তার নিজের দোষ আড়াল করতে আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করেছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।