স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুল জলিল চুয়াডাঙ্গার বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। গতকাল তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনের মধ্যে ছিলো জেলা প্রশাসকের অফিস, চুয়াডাঙ্গা সদর উপজেলা অফিস, ভূমি অফিস, চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়, কুতুবপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়। এছাড়াও সরেজমিন নির্মাণাধীন চুয়াডাঙ্গা সার্ভার স্টেশন, চুয়াডাঙ্গা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, এনডিসি মুনিবুর রহমানসহ অনেকে।