দর্শনা অফিস: টানা তিন বছর মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইলফোনেই করেছে বিয়ে। দেশে ফিরে এখন বিয়ের কথা অস্বীকার করে প্রতারণা করছে দর্শনা পরানপুরের রুবেল। প্রতারিত কলেজছাত্রী পড়েছে মহাবিপাকে। প্রতারক রুবেলের বিরুদ্ধে চলছে মামলার প্রস্তুতি।
দর্শনা পৌর শহরের শান্তিপাড়ার কলেজছাত্রীর সাথে বছর তিনেক ধরে মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে দর্শনা পরানপুর স্কুলপাড়ার গাজীর ছেলে মালয়েশিয়া প্রবাসী রুবেল। গভীর প্রেমের সম্পর্কে গত ২০১২ সালের ১০ ডিসেম্বর মোবাইলফোনেই কলেজছাত্রীকে বিয়ে করে রুবেল। চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার কাজি শামসুল হকের কাছে এ বিয়ে কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গত ১৬ জুলাই মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে ফিরেছে রুবেল। দেশে ফিরে এখন কলেজছাত্রীর সাথে প্রেম ও বিয়ের কথা অস্বীকার করছে রুবেল। এ ঘটনায় কলেজছাত্রী দামুড়হুদা থানায় রুবেলের বিরুদ্ধে অভিযোগ করেলে কোনো সুফল হয়নি। বিষয়টি খতিয়ে দেখার জন্য মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে প্রতারিত কলেজছাত্রীর পরিবার।