টিপ্পনী

 

 

খবর:(চুয়াডাঙ্গায় রেললাইন ভেঙে বিচ্ছিন্ন)

 

লাইন ভাঙে আইন ভাঙে

হয় না কিছুই তাতে,

কারণ খুবই সোজা ব্যাপার

মামু আছেন সাথে।

 

এই মামুদের জন্য আইন

সকাল বিকেল লাটে ওঠে,

ভাগ্নেরা হয় বেপরোয়া

ক্ষেঁপে মামির খাটে ওঠে।

 

কিন্তু মামার হুঁশ ফেরে যেই

তখন মামি হাওয়া,

আগে ভাগেই বন্ধ করো

মালপানি ঘুষ খাওয়া!

-আহাদ আলী মোল্লা