দামুড়হুদায় জাতীয় স্কুল ও মাদরাসা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪৩তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে দামুড়হুদা স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা,দামুড়হুদা মডেল পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর মেম্বার, শিক্ষক বজলুর রহমান, আব্দুর খালেক, ইকবাল হোসেন, সাবেক কৃতি ফুটবলার শাহজাহান আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, সহসভাপতি মোছা করিম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে দামুড়হুদা ভেন্যুতে মোট ৬ টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে কলাবাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয়কে, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে বাস্তুপুর দাখিল মাদরাসাকে এবং মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে জয়রামপুর দাখিল মাদরাসাকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন সৈয়দ মাসুদুর রহমান খোকন, ইউসফে আলী ও তিতুয়ার রহমান।

Leave a comment