ইউরোপের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন সেরা তিনে রোনালদো রোবেন নয়্যার

মাথাভাঙ্গা মনিটর: গত মওসুমের ইউরোপ-সেরা খেলোয়াড় নির্বাচনের জন্যশীর্ষ তিনে জায়গা পাননি টানা চারবারের ব্যালন ডিঅ’র জয়ী বার্সেলোনারআর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। শীর্ষ তিনে রয়েছেন রিয়াল মাদ্রিদেরপর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো, বায়ার্ন মিউনিখের জার্মানিরগোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও নেদারল্যান্ডসের ফরোয়ার্ড আরিয়েন রোবেন। চলতিবছরের জুলাই মাসে ইউয়েফার কিছু নির্বাচিত সাংবাদিকদের ভোটে মওসুমের সেরাখেলোয়াড় নির্বাচনের জন্য সংক্ষিপ্ত দশজনের তালিকা প্রকাশ করা হয়। এ তিনজনছাড়া শীর্ষ ১০ জনের তালিকায় ছিলেন- বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারলিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়া, স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার (বর্তমানে চেলসি) দিয়েগো কস্তা, লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার (বর্তমানে বার্সেলোনা) লুইস সুয়ারেজ, বায়ার্ন মিউনিখের দু জার্মান তারকা ফিলিম লাম ও টমাস মুলার এবং মোনাকোরকলম্বিয়ান ফরোয়ার্ড (বর্তমানে রিয়াল মাদ্রিদ) হামেস রদ্রিগেস। সেরা তিননির্বাচনে সাংবাদিকদের ভোটে মেসি রয়েছেন পঞ্চম স্থানে। তার সাথে যৌথভাবেএকই স্থানে রয়েছেন ফিলিপ লাম। আর চতুর্থ স্থানে আছেন টমাস মুলার।
২০১১সালে এ পুরস্কার প্রবর্তনের পর একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চার মওসুমসেরা খেলোয়াড় নির্বাচনের শীর্ষ তিনে জায়গা করে নিলেন রোনালদো। কিন্তুএকবারও তিনি এ পুরস্কার জিততে পারেননি। গত মওসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে১৭ গোল করেন রোনালদো, যা এখন পর্যন্ত এক মওসুমে ব্যক্তিগত সর্বাধিক গোলেররেকর্ড। রিয়াল মাদ্রিদকে রেকর্ড দশম চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও এনেদিয়েছেন তিনি। আর গোলরক্ষক হিসেবে প্রথমবারের মতো সেরা তিনে জায়গা করেনিলেন বায়ার্নের জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। শীর্ষ তিনজন থেকে সেরাখেলোয়াড় নির্বাচনের জন্য এখন ইউয়েফার ৫৪ জন সাংবাদিক ভোট দেবেন। আগামী২৮আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের দিন মোনাকোয়ইউয়েফা বর্ষসেরা পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ২০১১ সালে ইউয়েফাবর্ষসেরা পুরস্কার প্রবর্তন করা হয়। ইউয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিপরিকল্পনায় ও ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার সহযোগিতায় এ পুরস্কার প্রবর্তনকরা হয়। ২০১০-১১ মওসুমে প্রথম পুরস্কার জেতেন লিওনেল মেসি। ২০১১-১২ মওসুমেস্প্যানিয়ার্ড তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। আর সর্বশেষ গত মওসুমে এ পুরস্কারপান বায়ার্নের ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরি