স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিকসঅ্যান্ড পিসের ‘বৈশ্বিক শান্তি সূচক’ অনুযায়ী প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।অষ্ট্রেলিয়ার সিডনিভিত্তিক এ সংস্থার ২০১৪সালের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক শান্তি সূচকে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম।
বাংলাদেশের এ অবস্থান ‘মধ্যম’ পর্যায়ের বলে তাদের মূল্যায়নে বলাহয়েছে।তবে সূচক অনুযায়ী বাংলাদেশের চেয়ে দক্ষিণ এশিয়ার দু দেশ নেপাল ও ভুটান এগিয়ে রয়েছে।সূচকে ১৪৩তম অবস্থানেরয়েছে ভারত।আর ১৫৪তম অবস্থানে থাকা পাকিস্তান শান্তি ওস্থিতিশীলতার দিক থেকে খুবই খারাপ অবস্থায় বলে এতে বলা হয়েছে।দক্ষিণ এশিয়ারমধ্যেসবচেয়েখারাপপরিস্থিতিআফগানিস্তানে।যুদ্ধবিধ্বস্ত দেশটির অবস্থান ১৬১তম, যারপরেইরয়েছেসূচকঅনুযায়ী সবচেয়ে খারাপ পরিস্থিতিরদেশসিরিয়া।মধ্যপ্রাচ্যের এই দেশটিতেতিনবছরেরগৃহযুদ্ধেলক্ষাধিকমানুষেরমৃত্যুওকয়েকমিলিয়নমানুষগৃহহারাহয়েছে।বিশ্বেরসবচেয়েবেশিশরণার্থীওবর্তমানে সিরিয়ার।বৈশ্বিক শান্তি সূচক নির্ণয়ে ২০১৩ সালের উপাত্ত ব্যবহার করা হয় বলে ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস (আইইপি)জানিয়েছে।সমাজে বিদ্যমান সহিংসতা, হত্যা, বেসামরিক নাগরিকের হাতে অস্ত্র, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতাসহ ২২টি বিষয় মূল্যায়ন করে ওইসূচক নির্ণয় করা হয়।এক্ষেত্রে সমাজেশান্তিওনিরাপত্তা, অভ্যন্তরীণওআন্তর্জাতিকপর্যায়েরদ্বন্দ্বেরসঙ্গেসম্পৃক্তিএবংসন্ত্রাসীতৎপরতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।সহিংসতা দেশগুলোরঅর্থনীতিরওপরকীপ্রভাবফেলেছেতাওবিবেচনায়আনাহয়েছে এক্ষেত্রে।সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।সেখানেভুটানওনেপালযথাক্রমেপ্রথমওদ্বিতীয়স্থানেরয়েছে। তালিকায় ভুটানের অবস্থান ১৬তম, আর নেপাল৭৬তম।বৈশ্বিক শান্তিতে আইসল্যান্ড প্রথম। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক ও অস্ট্রিয়া।সূচক অনুযায়ী শান্তি ও স্থিতিশীলতায়প্রথমদিকেরঅন্যদেশগুলোহলো- নিউ জিল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, কানাডা, জাপান, বেলজিয়ামওনরওয়ে।এশিয়ার মধ্যেজাপানইসবচেয়েশান্তিপূর্ণওস্থিতিশীলদেশহিসেবেইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিসের তৈরি করা তালিকায়স্থান পেয়েছে।শান্তি সূচকে সবচেয়ে নিচেরদিকে রয়েছে সিরিয়া। তার উপরের দেশগুলো যথাক্রমেআফগানিস্তান, দক্ষিণসুদান, ইরাক, সোমালিয়া, সুদান, সেন্ট্রালআফ্রিকানরিপাবলিক, কঙ্গোপ্রজাতন্ত্র, পাকিস্তান, উত্তরকোরিয়াওরাশিয়া (১৫৩তম)।বিশ্বব্যাপী মানবউন্নয়ন, শান্তিওস্থিতিশীলতানিয়েগবেষণাধর্মী কাজ করে ইনস্টিটিউট ফর ইকোনমিকঅ্যান্ডপিস। সিডনির পাশাপাশিযুক্তরাষ্ট্রেরনিউইয়র্কওযুক্তরাজ্যেরঅক্সফোর্ডশহরে এর আঞ্চলিক দপ্তর রয়েছে।