মাথাভাঙ্গা মনিটর: দুপেসারের আক্রমণাত্মক বোলিঙের পাশাপাশি ড্যানপিটের ঘূর্ণিতে চার দিনেই হারারে টেস্ট জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টটি ৯ উইকেটে জিতেছে সম্প্রতি টেস্টৱ্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা দলটি।অভিষেকেই দলকে জয়ের আনন্দে ভাসাতে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চারটিউইকেট নেন ডানহাতি অফস্পিনার পিট। সাথে তিনটি করে উইকেট নেয়া দু পেসারডেল স্টেইন ও মরনে মরকেলের তোপে দ্বিতীয় ইনিংসে ১৮১ রান করে অলআউট হয়ে যায়স্বাগতিকরা।জবাবে মাত্র ৪১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে একমাত্র ডিন এলগারের উইকেটটি হারায় অতিথিরা।১উইকেটে ২৮ রান নিয়ে মঙ্গলবার ব্যাট করতে নেমে আর ৩০ রান করতেই দ্বিতীয়উইকেট হারায় স্বাগতিকরা। বাকি সময়েও তাদের আর কোনো ব্যাটসম্যান ভালো করতেনা পারায় বড় ব্যবধানের হার নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ের। ৮৩ রানে শেষ আটউইকেট হারায় দলটি।দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা।