চীনে ঝড়বৃষ্টিতে নিহত ১২

মাথাভাঙ্গা মনিটর: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।গত রোববার থেকে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেকর্তৃপক্ষ।এতে গুইঝু প্রদেশের অধিকাংশ শহর ও গ্রাম আচ্ছন্ন হয়ে আছে। নদীরপানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং শহরগুলোর রাস্তা বন্ধ হয়ে যাওয়ার উপক্রমহয়েছে বলে জানা গেছে। টানা ব্যাপক বৃষ্টিপাতের ফলেকয়েকটি শহরে প্রায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে,অপরগুলোর কোনোটিতে বিদ্যুৎব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।ঝড়বৃষ্টিতে গুইঝু’রঅর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ছে এবং এরই মধ্যে সরাসরি ক্ষতি ১০ কোটি ৪০ লাখ ডলারছাড়িয়ে গেছে।দুর্গত এলাকাগুলো থেকে ৩৫ হাজার মানুষকে নিরাপদ এলাকায় সরিয়েনিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার পর্যন্ত গুইঝু’র পূর্ব ও দক্ষিণাঞ্চলে টানাবৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে প্রাদেশিক ভূতাত্ত্বিককেন্দ্র।