১৯ আগস্ট সোহরাওয়ার্দীতে ২০ দলের সমাবেশ

স্টাফ রিপোর্টার: জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে আগামী ১৯আগস্ট ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপিনেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এছাড়াও গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সারাদেশে১৬আগস্ট কালো পতাকা মিছিল ও সম্প্রচার নীতিমালা প্রতিবাদের ১৯আগস্টসারাদেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল,২১-৩১আগস্ট সারাদেশে ২০ দলেরগণসংযোগ কর্মসূচি পালন করা হবে। গতকাল দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েএক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেতিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১সেপ্টেম্বর বিএনপি কার্যালয়ে দলীয়পতাকা উত্তোলন,সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ,বিকালে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিতহবে। এছাড়া ৩১আগস্ট বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এর আগেগত রোববার রাতে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে দলের স্থায়ী কমিটির সাথে বৈঠককরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর সোমবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষনেতাদের সাথে বৈঠক করেন তিনি। সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারাউপস্থিত ছিলেন। এদিকে সকালে নয়াপল্টন কার্যালয়ে যৌথসভা করেন বিএনপিনেতারা।