সাকিবেরও ধোনির অবনমন

স্টাফ রিপোর্টার: আইসিসি’র অলরাউন্ডারের ৱ্যাঙ্কিঙে আরও এক ধাপ নেমেগেলেন সাবেক একনম্বর তারকা সাকিব আল হাসান। দীর্ঘদিন এ ৱ্যাঙ্কিঙেদ্বিতীয়স্থানে থাকলেও সর্বশেষ তালিকায় সাকিব নেমে গেছেন তিন নম্বরে। আরটেস্ট ৱ্যাঙ্কিঙের একনম্বর ব্যাটসম্যানের খেতাব পুনরুদ্ধার করলেন কুমারসাঙ্গাকারা। আইসিসির সর্বশেষ ৱ্যাঙ্কিঙে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্সকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছেন শ্রীলঙ্কার এ ব্যাটসম্যান।বর্তমানে সাঙ্গাকারার রেটিং পয়েন্ট ৯২০ আর ডি ভিলিয়ার্সের রেটিং পয়েন্টহচ্ছে ৮৯৯।

একে অবশ্য দুঃসংবাদ বলা যায় না। তবে এক ধরনের অবনমনবটে। মহেন্দ্র সিংহধোনির নিরাপত্তা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড সরকার। অনেক দিন ধরেইভারতের ক্রিকেট অধিনায়ককে ‘জেড’ শ্রেণির নিরাপত্তা দিত রাজ্য সরকার।সিদ্ধান্তটি এমন সময় নেয়া হলো,যখন কি-না দুঃসময় যাচ্ছে ভারতের অধিনায়কের।যদিও ইংল্যান্ডে ভারতের নাকাল হওয়ার সাথে নাকি এর কোনো সম্পর্ক নেই।সম্প্রতিনিরাপত্তাসংক্রান্ত সরকারি কমিটি বিভিন্ন ব্যক্তির নিরাপত্তা-ব্যবস্থাখতিয়ে দেখে জানিয়েছে,ধোনির জীবনে এ মুহূর্তে কোনো হুমকি নেই। তবেপুরোপুরি নিরাপত্তা-ব্যবস্থা প্রত্যাহার করেনি সরকার। কেবল নিরাপত্তা ‘জেড’ থেকে ‘ওয়াই’ শ্রেণিতে নামিয়ে আনা হয়েছে।ধোনি রাঁচিতে নিজের বাড়িতেগেলে নিয়মিত দেওরি মন্দিরে যান। মন্দিরটির অবস্থান রাজ্যের রাজধানী থেকে৫০ কিলোমিটার দূরে। আশঙ্কা করা হয়, এ পথে নাকি মাওবাদীদের আক্রমণের হুমকিরয়েছে। সে কারণেই ধোনির জন্য বিশেষ এ নিরাপত্তার ব্যবস্থা করেছিলো ঝাড়খণ্ডসরকার। পিটিআই।