জীবননগর ব্যুরো: জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন জমে উঠেছে। কমান্ডার পদে বর্তমান কমান্ডার নিজামউদ্দিনসহ সাবেক দু কমান্ডার সাইদুর রহমান ও সামসুল আলম ছাত্তার নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। আগামী ২১ অক্টোবর জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান জানান, জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান পরিষদের মেয়াদ গত ৮ আগষ্ট শেষ হয়েছে। কমান্ডার নিজামউদ্দিনসহ বর্তমান পরিষদ ওই দিনই তার নিকট দায়িত্বভার অর্পণ করেন। এ দায়িত্ব অর্পণের পর তিনি মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন। আগামী ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ দেয়া হবে। এ নির্বাচনকে ঘিরে জীবননগর মুক্তিযোদ্ধা সংসদ এখন সরগরম। উৎসবের আমেজ বিরাজ করছে মুক্তিযোদ্ধাদের মধ্যে। কমান্ডার পদে ৩ জন সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরা হচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বিদায়ী কামন্ডার নিজামউদ্দিন, সাবেক কমান্ডার সাইদুর রহমান ও সামসুল আলম ছাত্তার। এদের মধ্যে সাবেক কমান্ডার সাইদুর রহমান ইতঃপূর্বে ৩০ বছর, সামসুল আলম ছাত্তার ও নিজামউদ্দিন ৩ বছর করে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ডেপুটি কমান্ডারসহ অন্যান্য কমান্ডার পদে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচরাণায় রয়েছেন।