চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা : ৩ দোকানির দেড় হাজার টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টার: সাপ্তাহিক ছুটির দিনেও দোকান খোলার দায়ে চুয়াডাঙ্গায় তিন দোকানিকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা শহরে সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়।

সূত্রে জানা গেছে চুয়াডাঙ্গা জেলা শহরে ছুটির দিনে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শ্রম আইনে ২০০৬’র ১০৭ ও ৩০৭ ধারাই কলেজ রোডের চিত্রা ফার্নিচারের মালিক সেলিম রেজাকে ৫’শ টাকা, জামাত ফার্নিচারের মালিক জামাত আলীকে ৫’শ টাকা ও একই এলাকার ডিমব্যবসায়ী শাহী রহিম জোয়ার্দ্দারের কৃষি লাইসেন্স না থাকায় ৫’শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেছুর রহমান। এ সময় সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম ও চুয়াডাঙ্গা সদর থানার এএসআই সিরাজসহ সঙ্গীয় ফোর্স। সূত্রে আরো জানা যায়, এখন থেকে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালনা হবে।