স্টাফ রিপোর্টার: গণহত্যার দায়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গণআদালতে দাঁড়াতে হবে এবং সেখানেই তার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত ফেলানী হত্যার প্রহসনের বিচার এবং আওয়ামী লীগ সরকারের ভূমিকা শীর্ষক মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, গণবাহিনী গঠন করে হাজার হাজার নিরীহ মানুষ হত্যার দায়ে এবং মেধাবী ছাত্রসমাজকে বিপথগামী করার অভিযোগে তথ্যমন্ত্রীকে গণআদালতে দাঁড় করানো হবে এবং সেখানে তার বিচার করা হবে। তিনি বলেন, তথ্যমন্ত্রী লন্ডনে গণধোলাই খেয়েছেন, এটা তার দীর্ঘদিনের পাওনা ছিলো। এটা বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক বিষয় বলে তিনি মন্তব্য করেন।
দৈনিক আমার দেশ, দিগন্ত টিভিসহ সব মিডিয়া বন্ধ করার একমাত্র দায়ী ব্যক্তি হচ্ছেন তথ্যমন্ত্রী- এ কথা উল্লেখ করে দুদু বলেন, অপরাজনীতি ও অপসংস্কৃতির জন্য তিনি আগামী ৪২ বছরেও আবার তথ্যমন্ত্রী হতে পারবেন না। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আলোচনায় বসুন অন্যথায় জাতির পিতার প্রশ্নেও দ্বিমত আসতে পারে। সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দস সালাম, তাঁতিদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নামের মো. রহমাতুল্লাহ প্রমুখ।