মাথাভাঙ্গা অন লাইন ঃ গুগল ম্যাপে বদলে গেল ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনের রাস্তার নাম। গুলশান সার্কেল-১ এর ১৪২ নম্বর এই সড়কটি এখন চিহ্নত হচ্ছে ‘ফেলানী রোড’ নামে। প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি না থাকলেও শুক্রবার দুপুর থেকে গুগল ম্যাপে যুক্ত হয়েছে নতুন এই সড়কের নাম।
গুগল আর্থ থেকেও এই সড়কটির নাম দেখানো হচ্ছে- ‘ফেলানী রোড’ হিসেবে। বাংলা অক্ষরেই তেজগাঁও-গুলশান সংযোগ সড়কের পাশের সড়কটিকে ‘ফেলানী রোড’ নামে চিহ্নত করা হয়েছে।
ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে নেটিজেনদের অব্যাহত দাবির প্রতি সম্মান জানিয়ে গুগল ম্যাপস বাংলাদেশ টিম এই গুগলম্যাপস-এ এই নামটি যুক্ত করে নিয়েছে বল জানা গেছে।