ফুটবলে বাংলাদেশ ১৬৬ তম

 

মাথাভাঙ্গা অনলাইন:

বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিয়ে আট ধাপ নেমে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৬৬ তম। রেড ডেভিলাররা ছয় নম্বরে এবং বেলজিয়াম নতুন ফুটবল শক্তি হিসেবে আর্বিভুত হয়েছে।
দুই ম্যাচ হাতে রেখে লাতিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে ২০১৪ বিশ্বকাপ নিশ্চিত করে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। জার্মানিকে তিনে নামিয়ে স্পেনের পর জায়গা করে নিয়েছে দুবারের বিশ্বজয়ীরা।কলম্বিয়াকে টপকে চার নম্বরে ইউরোপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করা ইতালি।

চার ধাপ নেমে নেদারল্যান্ডস অবস্থান করছে নয়ে। এক ধাপ উন্নতিতে আটে ব্রাজিল। পাঁচ ধাপ এগিয়ে বেলজিয়ামের পর সাত নম্বর দল উরুগুয়ে।

র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের পতন অব্যাহত। গত দুটি বিশ্বকাপ বাছাইপর্বে চার পয়েন্ট পেলেও তিন ধাপ পেছনে গেছে তারা। ২০০১ সালের পর সর্বনিম্ন র‌্যাঙ্কিং ১৭ তে নেমেছে থ্রি লায়নরা।

পাঁচ ধাপ নেমে গেলেও এশিয়ার শীর্ষস্থান ধরে রেখেছে জাপান (৪২)। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পাওয়া আফগানিস্তান বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৩২তম। তবে এশিয়ায় তারা ১৯ নম্বরে। ভারতের ফিফা র‌্যাঙ্কিং ১৫৫। বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৬৬তম, আর এশিয়ায় ৩৩ নম্বর দল।