স্টাফ রিপোর্টার: বাংলাদেশেনিষিদ্ধ হতে যাচ্ছে ভারতীয় বিতর্কিত চ্যানেল স্টার জলসা ও জি বাংলা! দেশেবহুল সমালোচিত এই ভারতীয় বাংলা চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করার উদ্যোগনিয়েছে তথ্য মন্ত্রণালয়। আগামী ৬ আগষ্ট থেকে এই চ্যানেল দুটির সম্প্রচারবন্ধ করা হতে পারে।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
স্টারজলসা ও জি বাংলায় প্রচারিত টিভি সিরিয়াল নিয়ে সামাজিভাবে ব্যাপক বিরুপপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বিশেষ করে পাখি ড্রেস নিয়েবিবাহবিচ্ছেদ, আত্মহত্যার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় দেশে। এই পাখিড্রেসের প্রচার হয়েছে স্টার জলসার সিরিয়ালের মধ্যদিয়ে।সমাজে এসবনেতিবাচক কর্মকাণ্ডের কারণে অনেকেই এই সিরিয়ালের প্রতি আসক্ত হয়ে পড়াকেদায়ী করছেন সমাজ-মনোবিজ্ঞানীরা। নীতি-নৈতিকতাহীন, অসামাজিক ও উদ্ভট সবকাহিনীর মধ্যদিয়ে বিতর্কিত সব সিরিয়াল তৈরির অভিযোগে দীর্ঘদিন ধরে এইচ্যানেলগুলোর সম্প্রচার বন্ধে দাবি জানিয়ে আসছিলেন সচেতন নাগরিকগণ। এসবসিরিয়াল দেখে বাংলাদেশে অসামাজিক ও পারিবারিক অশান্তি বেড়ে গেছে বলেইতোমধ্যে বিভিন্ন গবেষণা ও সংবাদপত্রের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।