মেহেরপুর গোভীপুরে মা এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে মা এন্টারপ্রাইজে ভেজাল নারিকেল তেল রাখার দায়ে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ. আমীনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনের পরিপন্থি ভেজাল তেল রাখার দায়ে মা এন্টারপ্রাইজের মালিক মাসুমের কাছ থেকে ওই জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভেজাল নারকেল তেল নষ্ট করা হয়।

Leave a comment