চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল

 

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথক পৃথক জায়গায় সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিট্যাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ সমাজ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ইউনিভার্সিটি মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. ওবায়দুল ইসলাম জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল মুতালিব, রেজির্স্টার হারুনার রশিদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মহাবুব আলম, পরিচালক অর্থ ও হিসাব আব্দুল মজিদ বিশ্বাস, সহকারী রেজির্স্টার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুন্নাহার, ড. ফিরোজুল ইসলাম, আমিনুর রহমান, সহকারী অধ্যাপক শেখ শফি উজ্জামান প্রমুখ। দোয়া পরিচালনা করেন আইন বিভাগের শিক্ষক তুহিন আফরোজ। এ সময় সমাজ বিজ্ঞান বিভাগের সকল ছাত্র-ছাত্রীসহ অন্যান্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে নতিপোতা বেড়বাড়ি ঈদগা মাঠে ইউপি সদস্য লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, আফজালুর রহমান বুলু, আব্দুল জব্বার, দর্শনা পৌর ওয়ার্ড আ.লীগের সভাপতি ইদ্রিস আলী, সাবেক কাউন্সিলর ওমর আলী, নতিপোতা ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রহমান, ছুটিপুর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান, মহাম্মদ আলী, আব্বাস, মহাসিন আলী, ফারুক, আ. মজিদ, সুবারত আলী, একরামুল, মফিজ, নতিপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার প্রমুখ। আলোচনা শেষে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হারেজ আলী।

আলুকদিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৫টা থেকে আলুকদিয়া হাট প্রাঙ্গণে ইফতার মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, অ্যাড. শাহাজাহান মুকুল, হাজি খালেক উদ্দিন ও জেনারেল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল মোমিন, শিপলু, একরামুল, মহিউদ্দিন, রোকুনুজ্জামান, মিজানুর রহমান, জিল্লুর রহমান জালাল, শওকত হোসেনসহ অন্যরা।

এদিকে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দামুড়হুদা,কার্পাসডাঙ্গা, দর্শনা, জীবননগর, আলমডাঙ্গা এলাকায় হতদরিদ্র ও দুস্থদের মাঝে চাল, ডাল, তেল, আলু, সেমাই, নগদ টাকাসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন জামায়াতনেতা রুহুল আমিন। বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক,জেলা জামায়াতের সেক্রেটারি উপজেলা চেয়ারম্যান মাও. মো. আজিজুর রহমান, জেলা জামায়াতের সুরা সদস্যঅ্যাড. মসলেম উদ্দীন দর্শনা পৌর শাখার আমির আব্দুল কাদের,জীবননগরের থানা আমির অধ্যাপক খলিলুর রহমান, শিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ বেলাল হোসাইন, দামুড়হুদা থানা আমির নায়েব আলী, অ্যাড মাসুদ পরভেজ রাছেল। অনুষ্ঠানে জামায়াতের নমিনি রুহুল আমিন বলেন, এ মহিমান্বিত মাসে বেশি বেশি ইবাদাত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিন জীবনের কাঙ্খিত লক্ষ্য হতে হবে। এ মাসে জাকাত প্রদান করে আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা প্রতিটি মুসলমানের অবশ্যই কর্তব্য। আজ সমাজে যাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত থাকলে সমাজে এই দারিদ্র্যতার অভিশাপ থেকে সকল মানুষ মুক্তি পেতো। তাই তিনি যথাযথভাবে জাকাত প্রদানের মাধ্যমে আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।–প্রেসবিজ্ঞপ্তি।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গতকাল সোমবার ওসমানপুর বাজারে আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার হোসেন মুকামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হক,উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহীন রেজা,৯নং ওয়ার্ড সহসভাপতি মজিবর রহমান,শাহাদত হোসেন মেম্বার ও আওয়ামী লীগ নেতা ওল্টু। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক কমিশনার মনজুরুল হাসান রিপন, সাহাবুল হক,কামাল হোসেন,আব্দুল মজিদ,শিমুল হোসেন প্রমুখ।

অপরদিকে আলমডাঙ্গায় বন্ধন ক্যাবল নেটওয়ার্ক সমিতি চুয়াডাঙ্গার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারের ইফতার মাহফিলে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন ক্যাবল নেটওয়ার্ক সমিতির সভাপতি মেহেদী হাসান বাবু, সাধারণ সম্পাদক আশাদুল হক, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আনিচুর রহমান, জাহিদুল মজিদ লাভলু, আমিরুল ইসলাম লিটন,শিমুল বিশ্বাস, সবুজ প্রমুখ।

বারাদী প্রতিনিধি জানিয়েছেন, ওয়েভ ফাউন্ডেশন মেহেরপুর সদর উপজেলার বারাদী শাখার উদ্যোগে নিজ কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার এরিয়া সমন্বয়কারী শেফালী খাতুন, বারাদী শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলামসহ অন্যান্য শাখা ব্যবস্থাপক, মাঠকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ইফতারের আগে দোয়া মোনাজাত করা হয়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, শিশু নিলয় ফাউন্ডেশন জীবননগর শাখা ব্রাঞ্চের উদ্যোগে গতকাল সোমবার ইফতার পার্টির আয়োজন করা হয়। দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এম.আর বাবু ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন।

শিশু নিলয় ফাউন্ডেশন জীবননগর ব্রাঞ্চের সহকারী পরিচালক সামাউল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শেখ আবুল কাশেম, ইকবাল হোসেন, শিক্ষক আমিনুল ইসলাম, রবগুল হোসেন, মিঠুন, আজিজুর রহমান, প্রভাষক মহিউদ্দিন প্রমুখ।

বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নংকুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জএলাকার আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনাসভা গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আ.লীগ বদরগঞ্জ বাজার শাখার সভাপতি মো.রফিউদ্দিন আহমেদ সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার মো.মুন্সী আসাদুজ্জামান উপস্থিত থাকার কথা থাকলে বিশেষ কারণে আসতে পারেননি। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সদস্য মো.শাখাওয়াত হোসেনটাইগার,আ.লীগনেতা আরশিফ রহমান,আজাদ রহমান আজাদ,রফিকুল ইসলাম,বদরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আবুল কালাম আজাদ মিন্টু,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভুলটিয়া ইটভাটা মালিক আব্দুল মোতালেব, ৩নং কুতুবপুর ইউপির প্যালেন চেয়ারম্যান মো.মমিনুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুবুর রহমান,খলিলুর রহমান,অলিউর রহমান,সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের আইসি মো.সাজ্জাদ আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো.সাইফুল ইসলাম স্বপন।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহ জেলা প্রাক্তন সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কবি সুকান্ত সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ছয় উপজেলার পাঁচ শতাধিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর ও এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান। ঝিনাইদহ জেলা প্রাক্তন সেনা কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোশাররফ হোসেন, হাসমত আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম ও মোতাহার হোসেন।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর প্রেসক্লাবের উদ্যোগে মেন বাসস্ট্যান্ডের রয়েল প্লাজার ৩য় তলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর পৌর মেয়র আমিরুল ইসলাম খাঁন চুন্নু,এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,আ.লীগ নেতা আব্দুল হক মাস্টার,মহেশপুর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, সাবেক যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,আ.লীগ নেতা মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আ.লীগ নেতা আতিয়ার রহমান আতি, এসআই মতিয়ার রহমান।

হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছেন, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুণ্ডুস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আমীন ও সদর উপজেলা নির্বাহী অফিসার জুলকার নাইন। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শফি উদ্দিন মল্লিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক আফজাল হোসেন ও বিশারত আলী, বিএনপির পৌর সভাপতি জিন্নাতুল হক খান, সেক্রেটারি আনিসুর রহমান কাউন্সিলর, সিনিয়র সহসভাপতি ইয়াকুব হোসেন মণ্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার মহি উদ্দিনসহ জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, স্কুল কলেজের প্রধান, আলেম, ইমাম, সাংবাদিক সুশীল সমাজ প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক নাগরিক।

দর্শনা অফিস জানিয়েছে, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগ সভাপতি বরকত আলী। আলোচনা করেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা মুনতাজ আলী, আনজুম হোসেন, তমছের আলী, আক্কাস আলী, আশকার আলী, হারুন অর রশিদ প্রমুখ।