ঝিনাইদহ অফিস: ‘যুবরা লড়বে নতুন পৃথিবী গড়বে’ এ স্লোগান নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুব সংগঠন জাতীয় যুবজোটের খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করা হয়। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামিম আক্তার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও তথ্যমন্ত্রীর সহধর্মিনী আফরোজা হক রিনা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সবাপতি রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় সহসভাপতি জাহিদ আলম, যুগ্মসম্পাদক শরিফুল কবির স্বপন প্রমুখ। বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা যুবজোটের সভাপতি মনিরুজ্জামান মানিক, সাধারণ আসাদুজ্জামান মাখন, যশোর জেলা যুবজোটের সভাপতি সোহেল আহমেদ, মাগুরা জেলা যুবজোটের সভাপতি বাশারুল হায়দার বাচ্চু ও কুষ্টিয়া জেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব হাসান। সম্মেলনে খুলনা বিভাগের ১০টি জেলার ২০ জন করে কাউন্সিলর অংশ নেন।
প্রধান অতিথি আফরোজা হক রিনা বলেন, ১৯৭২ সালে ঐতিহাসিক ও অনিবার্য কারণে জাসদের জন্ম হয়েছিলো এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছিলো। জাসদ সমাজতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আন্দোলনে জনতার সাথে যেমন অতীতে ছিলো তেমনি ভবিষ্যতেও থাকবে। জাসদ সব সময় দিন বদলের রাজনীতি করে। আন্দোলন করে। তাই প্রগতিশীল সকলকে জাসদের পতাকা তলে সমবেত হয়ে বাংলাদেশের দিন বদলের জন্য তিনি সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।