মেহেরপুর শুভরাজপুরে ডাকাতের গুলিতে নিহত স্কুলশিক্ষক হালিমের স্মরণে শোকসভা ও দোয়া মহাফিল

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের শুভরাজপুরে ডাকাতের গুলিতে নিহত স্কুল শিক্ষক হালিমের স্মরণে গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসএমসি’র আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সামসুল হুদার সভাপতিত্বে শোকসভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কমরউদ্দিন, সমিতির সদর উপজেলা সভাপতি ইকবল আলী, প্রধান শিক্ষক একরামুল হক, প্রধান শিক্ষক মখলেছুর রহমান ও মাও. নাসিরউদ্দিন। শোকসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. আনিসুর রহমান।

উল্লেখ্য, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন আব্দুল হালিম। তিনি গত ৩ সেপ্টেম্বর রাতে শুভরাজপুরে নিজ বাড়িতে বড়ভাই আব্দুস সামাদের নাতী ৪র্থ শ্রেণির ছাত্র আতাউরকে অপহরণকারী ডাকাতদলের হাত থেকে বাঁচাতে গিয়ে ডাকাতদলের গুলিতে নিহত হন। এই শোকসভায় হালিমের পরিবারের লোকজনসহ জেলার কয়েকশ’ শিক্ষক-শিক্ষিকা যোগদান করেন।