পাঁচ দশমিক ৫০ লাখ পাউন্ডে বন্ডের গাড়ি

মাথাভাঙ্গা মনিটর: জেমস বন্ড সিরিজের দ্য স্পাই হু লাভড মি চলচ্চিত্রে ব্যবহৃত উভয়চর গাড়িটি নিলামে পাঁচ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। গত সোমবার লন্ডনে এ নিলাম অনুষ্ঠিত হয় বলে এনডিটিভি জানিয়েছে। ১৯৭৭ সালে রজার মুর অভিনীত বন্ড সিরিজের ওই চলচ্চিত্রে পানির নিচে দৃশ্যধারণের উপযোগী করে অন্যরকমভাবে গাড়িটি তৈরি করা হয়। গাড়িটির আকৃতি অনেকটা সাদাপদ্মের মতো। প্রাথমিকভাবে গাড়িটি নিলামে সাড়ে ছয় লাখ থেকে সাড়ে নয় লাখ পাউন্ড হবে বলে ধারণা করা হয়েছিলো। কিন্তু সেই ধারণা থেকে বেশ কম দামেই এটি বিক্রি হলো। আর এর কারণ সম্ভবত গাড়িটি রাস্তায় চালানো যাবে না। যদিও এটি একটি সাবমেরিনের মতোই কাজ করে। চলচ্চিত্রটিতে দেখানো হয় মুর এবং বন্ডগার্ল বারবারা হেলিকপ্টার হামলা থেকে বাঁচতে ওই গাড়িতে করে সমুদ্রের নিচে চলে যায়।