নূর হোসেন ফের ১৪ দিনের জেল হেফাজতে

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ আলোচিত সাতখুন মামলার  প্রধান আসামি নূর হোসেনকে ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতেরাখার নির্দেশ দিয়েছেন উত্তর ২৪ পরগণার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয়বিচারক মধুমিতা রায়। গতকালসোমবার মামলাটি আদালতে উঠলে বিচারক আগামী ২১ জুলাই ফেরআদালতে অভিযুক্ততে হাজির করার নির্দেশ দিয়েছেন। আজও নূর হোসেনের পক্ষেকোনও আইনজীবী দাঁড়াননি। সরকারি কৌঁসুলি  জানিয়েছেন, বিচারক নূর হোসেনেরদু সঙ্গী খান সুমন খান ও জামিলকেও ১৪ দিনের জেল রিমান্ড দিয়েছে।গত ১৪জুন রাতে কোলকাতা বিমানবন্দরের কাছে বাগুইআটি থানার কৈখালি এলাকারইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দু সঙ্গীসহ নূর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।পরদিনই তিনজনকে আদালতে তোলা হলে বিচারক ৮দিনের পুলিশ রিমান্ড মঞ্জুরকরেছিলেন। এরপর তাদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছিলো।

Leave a comment