জ্যান্ত শেয়ালকে গিলে ফেললো ক্ষুধার্ত অজগর

 

স্টাফ রিপোর্টার:নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যানে জ্যান্ত একটি শেয়ালকে খেয়ে ফেলেছে ক্ষুধার্ত অজগর।জানাগেছে, গত রোববার রাত ১১টায় ক্ষুধা নিবারণের জন্য বিশাল আকৃতির অজগরটি বের হয়েআসে। এসময়অজগরটি একটি শেয়ালকে খাওয়া শুরু করে। অজগরের কবলে পড়া শেয়ালেরভয়ার্ত ডাঁকে আশপাশের অর্ধশত শেয়াল তাকে রক্ষার জন্য চিৎকার শুরু করে। একসাথে এতো শেয়ালের হাক শুনে স্থানীয় গ্রামবাসী আতঙ্কিত হয়ে লাঠিসোঁটা নিয়েঘটনাস্থলে উপস্থিত হয়। লোকজনের উপস্থিতিতে শেয়ালগুলো পালিয়ে গেলেওক্ষুধার্ত অজগরটি শিকার শেয়ালকে ছাড়েনি। শেয়ালটিকে খেয়ে ফেলার দৃশ্য দেখতেরাতেই শত শত গ্রামবাসী বনে ভিড় জমায়। লোকজন মোবাইলে ছবিও তুলে রাখে।এলাকাবাসী জানায়, এ ধরনের দৃশ্য টেলিভিশন চ্যানেলে দেখলেও সরাসরি অজগরের শেয়াল খেয়ে ফেলার দৃশ্য দেখতে পাওয়া কল্পনা  করেনি তারা।এব্যাপারেধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিকের সাথে যোগাযোগ করাহলে তিনি জানান, অজগরটি এই শেয়ালকে খেয়ে ফেলার মাধ্যমে প্রায় ছয় মাসেরআহার করে নিয়েছে। বর্তমানে অজগরটি সুস্থ আছে বলে তিনি জানান।