খবর: (জীবননগরে চাচাতো ভাইদের হাতে ভাই খুন)
ভাই বলে আর ডাকবো কাকে বলো
ভাইয়ের খোঁজে অন্য কোথাও চলো
রক্তে মেশা ভাই কি হবে খুনি
কিন্তু কেন এসব কথা শুনি?
মায়ের বুকে জন্ম নিলাম যখন
আসি খুশি ছিরাম খুবই তখন
এখন কেন ধন-সম্পদ বড়
এসব কেবল করছি জড়োসড়ো।
ভাইকে কেন মারছি নিজের হাতে
ডাকছি নাতে খাওয়ার সময় সাথে
জায়গা জমিই বড় ভাইয়ের চেয়ে
রক্ত ভুলে যাচ্ছি ওসব পেয়ে।
-আহাদ আলী মোল্লা