ঝিনাইদহ রোডের আমেরচারায় সড়ক দুর্ঘটনা : বাসের চাকায় পিষ্ট হয়ে মা নিহত :ছেলে আহত

 

ডাকবাংলা প্রতিনিধি:ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে আমেনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার ছেলে আনিচ (৪) আহত হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সদরের আমের চারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন সদর উপজেলার সাগান্না গ্রামের আবুল হোসেনের স্ত্রী। যাত্রীবাহী বাসটি আটক করেছে স্থানীয় জনতা।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আমেনা খাতুন তার ছেলে আনিচকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী এসএমই পরিবহনের (ঢাকা-ব-১৪-৩৩২৭) একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিলে আমেনা খাতুন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ছেলে আনিচ। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়।