আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় বুদ্ধি প্রতিবন্ধীর আত্মহত্যা

 

 

খাদিমপুর প্রতিনিধি: আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের আব্দুস ছালাম বিশ্বাসের ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী জহুরুল ইসলাম (৩৭) বাড়ির অদূরের মাঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির অদূরে ঈদগা মাঠের নিকটে কাঁঠালগাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী জানায়, জহুরুল ইসলাম মোটামুটি স্বাভাবিকভাবেই জীবনযাপন করতো।কিন্তু বিগত কয়েক বছর যাবত মাঝে-মধ্যে তার স্মৃতিশক্তি হারিয়ে যেতো, আর সেই সময় সবার সাথে অস্বাভাবিক আচরণ করতো। তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়মিত চিকিৎসা করানো হতো। জহুরুল ইসলামের স্ত্রী মোছা. মিনি খাতুন, এক মেয়ে জেবা খাতুন (৭) প্রথম শ্রেণির ছাত্রী। জহুরুল ইসলাম পিতা-মাতার মেজ ছেলে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামের সকলেই শোকাহত। তার দাফনকাজ সন্ধ্যার পর সম্পন্ন করা হয়।